ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫

শার্শায় অস্ত্রসহ একাধিক মামলার ৩ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার 

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ২৩:০৩, ২৩ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

যশোরের শার্শা উপজেলার মহিষাকুড়া থেকে আগ্নেয়াস্ত্র, ৬ রাউন্ড গুলিসহ তালিকাভুক্ত একাধিক মামলার তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে যশোর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সদস্যরা। 

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে দিকে উপজেলার মহিষাকুড়া দক্ষিণপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আটকের পর তাদের দেখানো একটি বিচালী গাদার মধ্য থেকে একটি দুনালা বন্দুক ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার মহিষাকুড়া গ্রামের মৃত নুর আলী মন্ডলের ছেলে শাহাবাজ মন্ডল (৬০), আবেদার রহমানের মোল্লার ছেলে জসিম উদ্দিন (৩৩) ও আমীর আলী মোড়লের ছেলে সাহেব আলী বিল্লাল (৪০)। 

ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত তিন আসামীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গত জুন মাসে বেনাপোল পোর্ট থানার বালুন্ডা বাজারে আসামিরা প্রকাশ্যে বাগআঁচড়ার ইউনিয়নের নির্বাচিত ইউপি সদস্য আশানুজ্জামান বাবুলকে গুলি ও গলা কেটে হত্যা করে। 

গ্রেপ্তারকৃত শাহাবাজ মন্ডলের নামে হত্যা, অস্ত্র ও মাদক মামলাসহ ১২টি এবং জসিমের বিরুদ্ধে হত্যা, বিস্ফোরক, অস্ত্র ও মাদকসহ ৪টি ও বিল্লালের বিরুদ্ধে হত্যা, অস্ত্র , বিস্ফোরকসহ ৩টি মামলা রয়েছে। এছাড়া তারা এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজি ও মাদক ব্যবসা করে আসছিল।

যশোর গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ রুপন কুমার সরকার জানান, গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে। 
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি